ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মানব সম্পদ নীতিমালা বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে।
শুক্রবার (১৭ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ সম আলাউদ্দিন মিলনায়তনে আশ্রয় ফাউন্ডেশন-এর সহযোগিতায়, দাতা সংস্থা অক্সফাম এর অর্থায়নে এবং কোস্টাল ডিভেলমেন্ট অর্গানাইজেশন ফর উইমেন (সিডো) এর আয়োজনে এমপাওয়ারিং লোকাল অ্যান্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিকী, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, বড়কুপট গণচেতনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা ও সুশীলন, মুক্তি ফাউন্ডেশনসহ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের মানব সম্পদ নীতিমালার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।