ডেস্ক রিপোর্ট: মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ আগস্ট) বিকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মায়ের বাড়ি পঞ্চ মন্দিরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক লিটন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জয় মহাপ্রভু সেবক সংঘের সহ-সভাপতি ডা. সুশান্ত ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট অমিত মুখার্জী প্রমুখ। এসময় জেলার ৭টি উপজেলার শিশুদের কবিতা আবৃত্তি, জাতীয় সংঙ্গীত, হাড়িভাঙ্গা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/