মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
সোমবার (৬ আগস্ট) বিকেলে সংগঠনটির পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো. রহমতূল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্বাস উদ্দীনের পরিচালনায় আগামী তিন বছরের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) মনোনীত কমিটির সদস্যদের নিয়োগপত্র সভাপতি প্রত্যেকের হাতে তুলে দেন। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, উন্নয়ন কর্মী সুরাইয়া নার্গিস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজিৎ মল্লিক, সমাজসেবক খলিলুর রহমান ও প্রভাষক সঞ্জয় কুমার দে।