আগস্ট ১৪, ২০১৮
মণিরামপুরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আতাউর রহমান আতা (৪৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আতাউর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রমের মৃত কাশেম মোল্যার ছেলে। সে রাজারহাট বাজারের একটি বোতল কোম্পানিতে কাজ করতো। নিহতের স্ত্রী রোজিনার দাবি, রোববার (১২ আগস্ট) রাতে তিনি ও তার স্বামী একই সাথে খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন পাশে তার স্বামী নেই। সকালে সে বাড়িতে না ফেরায় গ্রামের বিভিন্ন জায়গায় খোজাখুজি করা হয়। এসময় তাকে কোথাও খুজে পাওয়া যায়নি। বিকাল ৪টার দিকে বাড়ির পাশে জনৈক হাবিবুর রহমান দীপের আম-কাঁঠালের বাগানে একটি নারিকেল গাছের তলায় মৃত অবস্থায় আতাকে তার প্রতিবেশী আব্দুল আজিজ দেখতে পায়। পরে নিহতের ভাই জিয়া ও প্রতিবেশীরা মৃত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রতিবেশী আব্দুল আজিজ জানান, তিনি কাাঁঠাল গাছের পাতা কাটার জন্য গাছে উঠলে আতাকে নারিকেল গাছ তলায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি ভয় পেয়ে বাড়িতে ছুটে যান। মৃত আতার মাথায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। থানার ওসি মোকাররম হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। 5,740,070 total views, 4,180 views today |
|
|
|