মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শ্রী-শ্রী রাধা মদন মোহন সেবাশ্রমে পাঁচ দিনব্যাপী ঝুলন উৎসব সম্পন্ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) শেষ দিনে পৌরশহরের রাধা মদন মোহন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমহান্ত শ্রী-শ্রী গোবিন্দ দাস বাবাজি গৌতম মহারাজ ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন। এছাড়া মহোৎসবের তৃতীয় দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধব চন্দ্র গাঙ্গুলী। পাঁচ দিনব্যাপী ঝুলন মহোৎসবে সেবাশ্রমে হাজার-হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে ছিল মুখরিত। রাধা মদন মোহন সেবাশ্রমে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভাগবত পাঠ ও মহা প্রসাদ বিতরণ করা হয়। মহোৎসবে ধর্মীয় বক্তারা আশ্রম প্রতিষ্ঠাতা নির্মল কান্তি সরকারের জীবনী আলোচনা করেন।
8,314,584 total views, 3,830 views today