আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): মণিরামপুরে মুদি দোকানে আগুন লেগে এক অজ্ঞাত যুবক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হানুয়ার গ্রামের রাজগঞ্জ কলেজ মোড় এ ঘটনা ঘটে। এ সময় জয়নাল আবেদীনের মুদি দোকানটি আগুনে পুড়ে ভস্মীভুত হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী ব্যবসায়ী মোতালেব গাজীর ধানের আড়ৎ, কাশেম গাজীর সার ও কীটনাশকের দোকানের অংশবিশেষও পুড়ে যায়। খবর পেয়ে রোববার (২৬ আগস্ট) সকালে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোঁড়া কঙ্কালসার লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দোকানের ভিতরে ঢুকে আগুনে দগ্ধ এক ব্যক্তির লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি দোকানে ঢুকেছিলো। অথবা অন্ধকারে দোকানের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুদি ব্যবসায়ী জয়নাল বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি যাই। রাত দুইটার দিকে লোকজনের চিৎকার শুনে এসে দেখি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দুটো ফ্রিজ, নগদ ৫০ হাজার টাকা, পেট্রোল, ডিজেলসহ দোকানের সব মালামাল পুঁেড় প্রায় তার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধ লাশের পরিচয় পাওয়া যায়নি।
মণিরামপুর থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পুঁড়ে মারা যাওয়া লোকটি চুরির উদ্দেশ্যে ওই দোকানে ঢুকেছিল। আমরা লাশ হেফাজতে নিয়েছি। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার পর লাশটির পরিচয় মিলতে পারে।
মণিরামপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে অজ্ঞাত যুবকের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/