মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে উত্তম কুমার দাস (৫৫) নামে এক প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মনোয়ার হোসেন (৩০) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ আগস্ট) বিকেলে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন উপজেলার মুড়াগাছা বাজার থেকে তাকে গ্রেফতার করেন। মনোয়ার হোসেন ওই গ্রামের হাজী কওসার আলীর ছেলে। তিনি রোহিতা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মহিদুল ইসলাম বলেন, মহতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরনবীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গতমাসে জেলা শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। রোববার (১৯ আগস্ট) অভিযোগের তদন্ত হওয়ার কথাছিল। এ ধরনের অভিযোগ হওয়ায় শিক্ষক নূরনবী ইউপি সদস্য মনোয়ারসহ তার দলবল নিয়ে গত বুধবার (১৫ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে প্রধান শিক্ষক উত্তম দাসের বাড়িতে গিয়ে তাকে ও তার ভাই কমল দাসকে মারপিট করেন। রাতেই স্বজনরা শিক্ষক উত্তম দাসকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সহকারি শিক্ষা অফিসার আরো বলেন, প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় অফিসের পক্ষ থেকে আমাকে বিষয়টি তদন্তে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিষয়টির তদন্ত করা হয়েছে। শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন বলেন, প্রধান শিক্ষক উত্তম দাসকে মারপিটের ঘটনায় তার ছোটভাই কমল দাস শনিবার সকালে থানায় মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। ইউপি সদস্য মনোয়ার ওই মামলার দুই নম্বর আসামি। মামলার সূত্র ধরে মনোয়ারকে আটক করা হয়েছে।
মণিরামপুরে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/