আগস্ট ১২, ২০১৮
মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শসা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় তার্জিমুল আলম অভি (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন (২১) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি) এর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অভি উপজেলার গোবিন্দপুর গ্রামের আলম মাস্টারের ছেলে। সে যশোর সিটি কলেজের অনার্স (ব্যবস্থাপনা) ২য় বর্ষের ছাত্র। আহত মুরাদ একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে। মুরাদ এবার এইচএসসি পাশ করেছে। 8,224,622 total views, 4,614 views today |
|
|
|