আগস্ট ১৯, ২০১৮
মণিরামপুরে জমি আছে ঘর নাই প্রকল্পের ঘুষের টাকা ফেরত চাওয়া নিয়ে তুলকালামকাণ্ড
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের ঘর পাবার আশায় দালালের কাছে দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়া নিয়ে তুলকালামকাণ্ড ঘটনা ঘটেছে। সম্প্রতি টাকা ফেরত চাওয়ায় ঘর প্রত্যাশী উত্তম দাস দালালের হাতে মারপিটের শিকার হয়েছেন। উত্তম দাস উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজরাইল ঋষী পল্লীর গুরুপদ দাসের ছেলে। শুক্রবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে এসে দালালের পক্ষ নিয়ে আবারো উত্তমসহ তার পক্ষাবলম্বনকারীদের মারতে উদ্যত হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ তার সাঙ্গপাঙ্গদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 5,944,091 total views, 1,903 views today |
|
|
|