Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মণিরামপুরের বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। জানা যায়, নির্বাচনে পৃথক দুইটি প্যানেল থেকে পাঁচজন করে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী প্রার্থী এবং তাদেরপ্রাপ্ত ভোট হলো-মো. তোফাজ্জেল হোসেন (১৫৩), মো. আলতাফ হোসেন (১৪৯), বিপ্লব বসু (১৪৫), কায়ছেদ আলী (১৪৩) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন মোছা. মমতাজ বেগম ময়না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, মোট ২’শ ৪৯ জন ভোটারের মধ্যে ১’শ ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version