ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে পাঁচটি সোনার বারসহ আবু হুরাইরা নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১০ আগস্ট) দুপুরে ভোমরা কাচা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আবু হুরাইরা ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার শাহাজান আলী জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু হুরাইরাকে পাঁচটি সোনার বারসহ আটক করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/