ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভোমরায় ‘ইন্ডিয়া মার্কেট’ খ্যাত জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কাপড় ও জুতা জব্দ করা হয়েছে।
রবিবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান, স্থলবন্দর ভোমরার জাহাঙ্গীর মার্কেটের অধিকাংশ দোকানে অবৈধভাবে ভারতীয় পণ্য বিক্রি হয়। ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য এসব দোকানে ভারতীয় জুতো, থ্রিপিস, লেহেঙ্গা ও শাড়ি মজুদ রাখার সংবাদ পেয়ে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান অবৈধ বস্ত্র ও জুতো জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/