ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার সন্ধ্যায় বিকট শব্দে সাতক্ষীরা নিউমার্কেটের দ্বিতীয় ও নীচতলার ছাদের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। এছাড়া একাধিক স্থানে ছোট বড় ফাটল দেখা দিয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়ে।
নিউ মার্কেটে আসা একাধিক ক্রেতা জানান, নিউ মার্কেট ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এটা বন্ধ করে দেওয়া উচিত।
সূত্র জানায়, ০৪/০৪/২০১৭ তারিখে সাতক্ষীরা পৌরসভা নিউ মার্কেট ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করে। ওই সময় সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পৌরসভা এবং নিউ মার্কেটে অবস্থিত দোকানের ভাড়াটিয়াদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু দোকানদারা নির্দেশ অমান্য করে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে স্টে অর্ডার নেয়।
এদিকে, ছাদের অংশ বিশেষ ভেঙে পড়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শর করেছেন পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু ও পৌরসভার সার্ভেয়ার সহকারি নুর আলী। সঙ্গে সঙ্গেই তারা বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন।