ব্রহ্মরাজপুর প্রতিনিধি: হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র ১৩ বস্তা চালসহ সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউপি মেম্বর রেজাউল ইসলামকে আটক করেছে টাস্কফোর্সের একটি দল। গত সোমবার (২০ আগস্ট) রাতে নিজ বাড়ি শ্যাল্যে মাছখোলা থেকে তাকে আটক করা হয়। তিনি জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতার হোসেনের নেতৃত্বে টাস্কর্ফোসের একটি দল ১৩ বস্তা ভিজিএফ’র চালসহ রেজাউল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।