Site icon suprovatsatkhira.com

ভাড়–খালীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

ঘোনা প্রতিনিধি: ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার ভাড়–খালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় ভাড়–খালি ফুটবল মাঠে ভাড়–খালী প্রগতি সংঘের ব্যবস্থাপনায় চার দলীয় এ ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ১ম রাউন্ডে ছাত্র একাদশের কাছে ১-০ গোলে ব্যবসায়ী একাদশ ও বেকার একাদশের কাছে ২-০ গোলে চাকুরীজীবী একাদশ পরাজিত হয়।
পরে ফাইনাল খেলায় ছাত্র একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বেকার একাদশ।
খেলা শেষে মাদকবিরোধী আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান, বিআরটিএ’র ডিডি প্রকৌশলী জিয়াউর রহমান, প্রকৌশলী মনিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি মো. জিললুর রহমান, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য, সীমান্তব আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান, ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version