Site icon suprovatsatkhira.com

ভাষা সৈনিক আমানুল্লাহ’র ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া

কলারোয়া প্রতিনিধি: ১৯৫২’র বরেণ্য ভাষা সৈনিক, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ’র ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের শেখ আমানুল্লাহ’র নিজ বাসভবনে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবরস্থানে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ, এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইনিস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, অধ্যাপক আবুল খায়ের, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমানউল্লাহ আমান, এটিএম রুহুল কুদ্দুস, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, বদরুজ্জামান বিপ্লব, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল রেজা।
উল্লেখ্য, ১৯২৯ সালের ৫ জুলাই জন্ম নেয়া শেখ আমানুল্লাহ মৃত্যুবরণ করেন ২০১৩ সালের ৩১ আগস্ট। তিনি একাধারে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলারোয়া সরকারি কলেজ ও কলারোয়া গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। প্রায় অর্ধ শতাব্দী তিনি ছিলেন কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version