আগস্ট ২০, ২০১৮
ভাদড়ায় ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়ম!
![]() বদরুজ্জামান খোকা, বাঁশদহা: সদর উপজেলার ভাদড়ায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, হত দরিদ্রদের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। চাল দেওয়া হয়েছে ১৩ কেজি করে। এলাকাবাসীর দাবি, চাল মেরে খাচ্ছে মেম্বর। মেম্বর বলছে, বহন খরচের কারণে কিছুটা চাল কেটে নেওয়া হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালি ইউনিয়নের ভাদড়ার ৭নং ওয়ার্ডে চাল বিতরণে এই অনিয়ম করা হয়েছে। 6,553,802 total views, 1,565 views today |
|
|
|