আগস্ট ৬, ২০১৮
বড় বন্ধুদের উপহার পেয়ে খুশি বাগডাঙ্গী স্কুলের শিশু শিক্ষার্থীরা
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাগডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী পেল বড় বন্ধুদের (আমরা বন্ধু) উপহার। সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বড় বন্ধুরা বিদ্যালয়ের ছোট বন্ধুদের উপহার হিসেবে দুটি করে খাতা ও দুটি করে কলম প্রদান করে। এসময় বড় বন্ধুদের উপহার পেয়ে উচ্ছ¡সিত ছোট বন্ধুরা ভালভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে। একই সাথে ছোট বন্ধুরা বড় বন্ধুদের কাছে ‘বাড়িতে গাছ লাগানো, মন দিয়ে বই পড়া, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, মুক্তিযুদ্ধের বই পড়াসহ নানা প্রত্যয় ব্যক্ত করে।’ 6,575,011 total views, 1,100 views today |
|
|
|