ডেস্ক রিপোর্ট: বড় বন্ধুদের উপহার পেল সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা। শনিবার (১৮ আগস্ট) সকালে বড় বন্ধুরা গিয়ে পঞ্চম শ্রেণির ২৮ জন ছোটবন্ধুর হাতে দুটি করে খাতা ও দুটি করে কলম উপহার তুলে দেয়।
এ সময় তারা ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তোমরা বড় হয়ে দেশের জন্য কাজ করবে। ছোট্ট বন্ধুরা প্রতিউত্তরে বলে, আমরা ভালভাবে লেখাপড়া করবো।
বড়বন্ধুদের পক্ষে সেখানে গিয়েছিল সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী শামছুন্নাহার মুন্নী, মো. মফিজুল ইসলাম, নুরুল হুদা, এস.এম নাহিদ হাসান। এ সময় ছোটবন্ধুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের আগস্ট মাস থেকে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের প্রতি মাসে উপহার দিয়ে আসছে বড় বন্ধু খ্যাত সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বড়বন্ধুদের উপহার পেয়ে খুশি বকচরা স্কুলের ছোটবন্ধুরা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/