আগস্ট ২৪, ২০১৮
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জাম্বুরা
![]() বাহলুল করিম: জাম্বুরা বা বাতাবি লেবু পরিচিত ঝাঝালো ও টক-মিষ্টি স্বাদের মৌসুমী ফল। পরিণত বয়সে কাঁচা লবণ দিয়ে বা জুস বানিয়েও খাওয়া যায়। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে, জ্বর ও সর্দি-কাশিতে, মুখে ঘাঁ হলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, কোষ্ঠকাঠিন্য সমস্যায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও দাঁতের সমস্যায় জাম্বুরা ওষুধের মতো কাজ করে। এছাড়া স্ট্রোকের ঝুঁকি কমাতে, শরীরের হাড় গঠনে, চুলের যতেœ, রক্ত পরিষ্কার করাসহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাম্বুরায় রয়েছে নানাবিধ কার্যকরী গুণাগুণ। 6,592,593 total views, 561 views today |
|
|
|