Site icon suprovatsatkhira.com

ব্রহ্মরাজপুরে প্রবাসীর স্ত্রীসহ আটক ২

ধুলিহর প্রতিনিধি: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজ‏পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালেরডাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী মুন্নী খাতুন (৩৫) ও বড়খামার গ্রামের কামাল উদ্দীন সরদারের ছেলে রুহুল আমিন (২৯)।
স্থানীয়রা জানান, মুন্নী খাতুন ও রুহুল আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র জের রুহুল আমিন প্রায় রাতে মুন্নী খাতুনের বাড়ি যাতায়াত করতো। সোমবার দিবাগত গভীর রাতে রুহুল আমিন ওই বাড়িতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে ব্র‏হ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মিরাজ আহম্মদ ও এএসআই শিল্লুর রহমান তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে দ-বিধির ২৯০ ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version