Site icon suprovatsatkhira.com

বেতন-ভাতা না পাওয়ায় সাতক্ষীরা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা না পাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে দুর্ভোগে পড়ছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে।
ইন্টার্ন চিকিৎসক নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ইন্টার্নশিপ চলাকালে তারা সরকারিভাবে ১৫ হাজার টাকা ভাতা পান। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় তারা দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। বেতন-ভাতা না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল সাংবাদিকদের জানান, এতে তো চিকিৎসক সংকট রয়েছে। তারপর আবার ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবায় সংকট আরো ঘনীভুত হয়েছে। তিনি সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে ২০১৮ সালে পাশ করা ৪২ জন ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজ ও সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়োজিত রয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version