ডেস্ক রিপোর্ট: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ গ্রহণ করছেন সাতক্ষীরার তুজুলপুরের গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মাদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব ও সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।
উল্লেখ্য, সাতক্ষীরার সদরের তুজুলপুরে সাড়ে ছয়শতাধিক ফলজ, বনজ, ঔষধী, মসলা, বিলুপ্ত প্রায় দেশীয় বৃক্ষ সংরক্ষণ ও গবেষণার জন্য ইয়ারব হোসেন এবং দেবহাটা উপজেলা পরিষদ বøক বাগানে ফলজ, বনজ, ভেষজ, শোভাবর্ধনকারী, দেশীয় বিলুপ্তপ্রায় ২০২৫টি চারা রোপণ করে দেবহাটা উপজেলা পরিষদ এই পুরস্কার পেয়েছেন।
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কার গ্রহণ করলেন ইয়ারব হোসেন ও দেবহাটার ইউএনও
https://www.facebook.com/dailysuprovatsatkhira/