আগস্ট ১৮, ২০১৮
বিদ্যুৎ নেই, রোগীর স্বজনের কিনে দেওয়া জেনারেটরের তেলে অপারেশন সাতক্ষীরা সদর হাসপাতাল
![]() ডেস্ক রিপোর্ট: ‘পাঁচ দিন আগে সিজার করার জন্য স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন সদর উপজেলার গোবিন্দপুরের মহব্বত আলী। কিন্তু হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সময় মতো সিজার হয়নি তার। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বলে জেনারেটরের জন্য ১০ লিটার তেল কিনে দিলে সিজার হবে। আর তেল কিনে দেওয়ার পরই ডাক্তাররা আমার স্ত্রীকে সিজার করে।’ 6,553,772 total views, 1,535 views today |
|
|
|