Site icon suprovatsatkhira.com

বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কৃষি সপ্তাহের ২য় দিনে ‘বনায়নই পরিবেশ সংরক্ষণের একমাত্র উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, গুনাকরকাটি কামিল মাদ্রাসা ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ‘বনায়নই পরিবেশ সংরক্ষণের একমাত্র উপায়’ শীর্ষক বিতর্কে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের সদস্যরা হলেন, সাবারা রাইহানা রাখি (৯ম), গালিব ইকবাল (৮ম) ও আনিকা তাবাচ্ছুম (৯ম)। রানার্স আপ হয়েছে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ দলের সদস্যরা হলেন, নাজমুল হোসেন (১০ম), ছাদিয়া সুলতানা (৯ম) ও হাবিবুর রহমান (৯ম)। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় দলের আনিকা তাবাচ্ছুম। বিচারকের দায়িত্ব পালন করেন আরডিও বিশ্বজিৎ ঘোষ, সহকারি অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version