ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৯ আগস্ট) জোহরবাদ দরগাহপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট মোস্তফা পায়েল রাহেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন নাথ চক্রবর্তী, সহকারি জজ মেহেদী হাসান মোবারক মুনিম, সহকারি জজ মো. আনোয়ারুল ইসলাম, ব্যারিস্ট্রার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দীন, অ্যাডভোকেট শাহীন সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক তানবীর সিদ্দীকি, প্রয়াত বিচারপতির ভাই মহিনুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম, রাড়ুলী ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, কুল্যা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খুলনা মহানগর যুবদল’র সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, সমাজসেবক শেখ মতলুবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব’র সভাপতি জিএম মুজিবুর রহমান, দরগাহপুর প্রেসক্লাবে’র সভাপতি শেখ হিজবুল্লাহ ও সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাংবাদিক ফিরোজ হোসেন, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাংবাদিক জাহিদুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, শেখ আরাফাত প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা শেখ আব্দুল হান্নান।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর দাফন সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/