Site icon suprovatsatkhira.com

বাক ও মানসিক প্রতিবন্ধী শিশু মামুনের পরিচয় জানানোর আহবান

ডেস্ক রিপোর্ট: মা-বাবা, জেলা ও নিজের নাম বলতে পারা এক বাক ও মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করেছে পুলিশ। গত ৪ জুলাই বছর পাঁচেকের এই ছোট্ট শিশুটিকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। একমাসেরও বেশি সময় যাবত শিশুটি রয়েছে যশোরের একটি বেসরকারি সংস্থার হেফাজতে। নির্বাক শিশুটি নিজের নাম ‘মামুন’সহ মা বাবা ও জেলার নামটি আড়ষ্ট ভাষায় প্রকাশ করতে পারছে। শিশুটি তার নাম ‘মামুন’ বলতে পারে। তার মার নাম একবার বলেছে সুখজান, আরেকবার শাহিদা। বাবার নাম আবু জাফর। বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলে, সাতক্ষীরায়। অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা স্বরে এই শব্দগুলোই বলতে পারে মামুন।
পরদিন এ খবর পেয়ে বেসরকারি সংস্থা রাইটস শিশুটিকে তাদের জিম্মায় নেয়। পরে শিশুটিকে রাখা হয় ঢাকা আহছানিয়া মিশনের যশোরস্থ ভেকুটিয়া শেল্টারহোমে। শিশুটি বাক প্রতিবন্ধী, একই সাথে সে মানসিক প্রতিবন্ধী।
রোববার সকালে রাইটস যশোরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস শিশুটিকে নিয়ে এসেছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবে। তার সাথে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। কিন্তু মামুন কেবলমাত্র মা বাবা জেলা আর নিজের নাম খণ্ডিতভাবে বলতে পারে।
শিশুটির অভিভাবক কে? কোথায় তার বাড়ি? এসব কিছু জানতে বিভিন্ন স্থানে খবর পাঠানো হয়েছে। ফেসবুকেও চলছে মামুনের পরিচিতি জানার আহবান।
তার পরিচয় জানানোর জন্য রাইটস যশোর এর ০১৭৩৫৩৫০৯০০ অথবা সাতক্ষীরা প্রেসক্লাবের নম্বর ০১৭১১১৭০১২৩ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version