আগস্ট ১২, ২০১৮
বাক ও মানসিক প্রতিবন্ধী শিশু মামুনের পরিচয় জানানোর আহবান
![]() ডেস্ক রিপোর্ট: মা-বাবা, জেলা ও নিজের নাম বলতে পারা এক বাক ও মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করেছে পুলিশ। গত ৪ জুলাই বছর পাঁচেকের এই ছোট্ট শিশুটিকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। একমাসেরও বেশি সময় যাবত শিশুটি রয়েছে যশোরের একটি বেসরকারি সংস্থার হেফাজতে। নির্বাক শিশুটি নিজের নাম ‘মামুন’সহ মা বাবা ও জেলার নামটি আড়ষ্ট ভাষায় প্রকাশ করতে পারছে। শিশুটি তার নাম ‘মামুন’ বলতে পারে। তার মার নাম একবার বলেছে সুখজান, আরেকবার শাহিদা। বাবার নাম আবু জাফর। বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলে, সাতক্ষীরায়। অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা স্বরে এই শব্দগুলোই বলতে পারে মামুন। 6,245,693 total views, 3,870 views today |
|
|
|