বাঁশদহা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুনামেন্টের (অনূর্ধ্ব-১৭) বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বাঁশদহা রথখোলা ফুটবল মাঠে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাদের, শহিদুল ইসলাম, মোশারাফ হোসেন, আব্দুস সামাদ, মফিজুল হক, কামরুল ইসলাম, ছবেদ আলী, গ্রাম পুলিশ বাসুদেব কুমার বিশ্বাস প্রমুখ। বাছাইকৃত খেলোয়াড়রা আগামী ৩ সেপ্টেম্বর বাঁশদহা দলের হয়ে ভোমরা ইউনিয়নের মুখোমুখি হবে।