শনিবার (১১ আগস্ট) দুপুর ২টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সদস্য, পরামর্শক কাউন্সিলের সদস্য, ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে নিজে সৎ থাকা ও অন্যদের সৎ থাকার চেতনা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।
সভায় ‘পারিবারিক আদালতের বিষয়, মুসলিম পারিবারিক আইন ১৯৬১ (বিবাহ) ও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ সম্পর্কে ধারণা দেন অ্যাডভোকেট সাকিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও সহকারি শিক্ষক চন্দনা বসু উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি