আগস্ট ৩১, ২০১৮
বর্ষা মৌসুমে নৌকাই যেখানে ভরসা
মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): বর্ষা মৌসুমে নৌকাই যেখানে চলাচলের একমাত্র ভরসা। আধুনিকতার এই যুগে শুনতে অবাক লাগলেও তালার খেশরা ইউনিয়নের অধিকাংশ মানুষকে বর্ষা মৌসুমে নৌকা চড়ে যাতায়াত করতে হয়। ইটের বা পাকা রাস্তার অভাবে শাহপুর-কলাগাছি গ্রাম থেকে সাতক্ষীরা জেলা সদরসহ দক্ষিণে বুধহাটা, পশ্চিমে দলুয়া, পাটকেলঘাটা ও ইসলামকাটিতে যাতায়াত করার একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার। 8,943,443 total views, 21,231 views today |
|
|
|