আগস্ট ২৯, ২০১৮
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকার কাজ করছে: পিযুষ কান্তি ভট্টাচার্য্য
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: কেন্দ্রীয় আ’লীগের সভাপতিমÐলীর সদস্য ও সাবেক এমপি পিযুষ কান্তি ভট্টাচার্য্য বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে সরকার কাজ করছে। ৭৫’র ঘাতকরা সেদিন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে বঙ্গবন্ধুসহ এদেশের নাম মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু বাঙালির রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি ঘাতকরা। আজ তারাই ইতিহাস থেকে মুছে গিয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নেহালপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেহালপুর বাজারে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুম আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আজ ইতিহাসের পাতায় ঘাতকদের নাম ঘৃণ্যভরে লেখা হয়েছে। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দিয়ে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফারুক হোসাইন, উপজেলা আ’লীগের তরুণ নেতা সন্দীপ ঘোষ, আদম আলী, তাজাম্মুল হোসাইন টিটো, বাবলুর রহমান বাবলু, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, আমিনুর রহমান মোড়ল, আছাদুজ্জামান প্রমুখ। 8,284,308 total views, 5,949 views today |
|
|
|