আগস্ট ১৬, ২০১৮
‘বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে’
মীর খায়রুল আলম, দেবহাটা: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেছেন, আমরা বাঙালি জাতি, আমরা স্বাধীন জাতি। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। আর এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আজকের দিন বাঙালি জাতির শেখার দিন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান ভুলে গেলে হবে না। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ শেখাতে হবে। মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা কেউ ছাড় পাবেন না। কারণ এটি বঙ্গবন্ধুর দেশ। এদেশের শান্তি নষ্ট করতে যারা আসবে, দেশের মানুষ তাদেরকে কোন স্থান দিবে না। বাঙালি জাতি বীরের জাতি। এরা কখনো মাথা নিচু করে বাঁচতে পারে না। জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। তার প্রমাণ দিয়েছি ১৯৭১ সালে। বুধবার (১৫ আগস্ট) সকালে দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 8,972,334 total views, 4,016 views today |
|
|
|