Site icon suprovatsatkhira.com

ফিংড়ী জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা

ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ আগস্ট) বিকাল ৫টায় ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারের এডিএস প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মো. আবু ছালেকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফিংড়ীর সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সমাজসেবক আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবম মোছাদ্দেক, শেখ মারুফুল হক মারুফ, মো. ছাইদুর রহমান সাহিন, ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, রাজিব মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মাছুম বাবুল, আছাদুজ্জামান আছাদ মেম্বর আশরাফুজ্জামান, আ. মুজিদ, সাংবাদিক রশিদুল আলম রশিদ, বৈদ্যনাথ, শেখ সাহেব আলী, ডা. ছাদিকুল ইসলাম, শেখ খাবিরুল্লা ও ফরহাদ হোসেন। সভায় মডার্ন স্পোর্টিং ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version