Site icon suprovatsatkhira.com

ফিংড়ীর সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক কামরুন্নেছা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জিন্নাতুল ইসলাম, সদস্য সেলিম মাহমুদ বুলু, সমাজ সেবক ফজলুল করিম খোকন, বিদ্যালয়ে সহকারি শিক্ষক মারুফা খানম, নুরুন্নাহার বিথি, শারমিন আক্তার প্রমুখ। আলোচনা সভায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version