ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর ৫ হাজার ২শ ৪৪তম আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উত্তর গাভা সর্বজনীন বাসন্তী পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য ও ফিংড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সরদার, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাশ, দক্ষিণ ফিংড়ী নিত্য কালি মন্দির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কমলেশ সরদার, দক্ষিণ ফিংড়ী শ্মশান কমিটির সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র মন্ডল, গাভা মহাশ্মশানের সভাপতি সন্তোষ কুমার দাশ, সদস্য প্রভাষ চন্দ্র সরদার, নিমাই হালদার প্রমুখ। সভায় আগামী ২ সেপ্টেম্বর রোববার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ীর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাছাড়।