Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পারুলিয়া এসএস বিদ্যালয়ের র‌্যালি

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র‌্যালি ও পথসভা করেছে দেবহাটার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়।
বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পারুলিয়া আবু রায়হান চত্বরে গিয়ে শেষে হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্র-ছাত্রীদের মধ্যে তানভির আহম্মদ ও সমাপ্তি রানি ঘোষ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version