Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

ডেস্ক রিপোর্ট: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেছে। বৃহস্পতিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গণে আনন্দ র‌্যালি করে। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, কোমলমতি শিক্ষার্থী তথা দেশের সকল শ্রেণির প্রাণের দাবি ‘নিরাপদ সড়ক চাই’ ব্যাপারটা বুঝতে পারার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকারকে আমরা স্যালুট জানাই। সামেক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।
পঞ্চম বর্ষের শিক্ষার্থী ফারিহা তাবাস্সুম আরুশা বলেন, ন্যায্য দাবিকে যে কুচক্রিমহল তাদের রাজনৈতিক অপশক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তাদেরকে ধিক্কার জানায়। যারা গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল তাদের শাস্তি দাবি করি যাতে ভবিষ্যতে কেউ গুজব ছড়ানোর সাহস না পায়। আন্দোলনে আহত সকলের সুস্থতা কামনা করি। সভা সঞ্চালনা করেন প্রথম বর্ষের ছাত্র মেহরাব হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version