Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আশাশুনি মডেল বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ মিছিল

আশাশুনি প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিয়ে সড়ক-পরিবহন আইন সংশোধন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আশাশুনি মডেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি মডেল হাইস্কুেলর শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে এ মিছিল বের করে। মিছিল শেষে স্কুলের হলরুমে প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মুকুল, শিক্ষক আসিব ইকবাল, মৈয়ত্রীসুন্দর রায়, নারায়ন চন্দ্র পাল, শিক্ষার্থী গালিব ইকবাল, সাবারা রাইহানা রাখি, আনিকা তাবাচ্ছুম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের নয় দফা যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়ে সড়ক-পরিবহন আইন সংশোধন করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরাও তাকে সম্মান জানিয়ে রাজপথ ছেড়ে শিক্ষাঙ্গনে ফিরেছে। নিরাপদ সড়ক ও জনসচেতনতায় দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চলমান অভিযানের কঠোরতায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় বলে এ অভিযান অব্যাহত রাখার আহŸান জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version