Site icon suprovatsatkhira.com

প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করা হবে: ডা. রুহুল হক

সমীর রায়, আশাশুনি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা প্রত্যেক বাঙালির দায়িত্ব। প্রত্যেক যুবক-মহিলাকে প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করা হবে। দেশের প্রত্যেকটি মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বৃৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিপ্তরের আয়োজনে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল (২০১৭-১৮) থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত অপশক্তিদের বর্তমান সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাদের পরিকল্পনায় দেশি-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত আছে। প্রত্যেক বাঙালিকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার সেই স্বপ্ন পূরণ হলেই জাতির পিতার আত্মা শান্তি পাবে। অনুষ্ঠানে সংসদ সদস্যের এচ্ছিক তহবিল থেকে ২৭১জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০জনকে ক্ষুদ্র ঋণ ও যুব ঋণের চেক প্রদান করা হয়। এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্র্মকর্র্তার কক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। দুপুরে রাজস্ব বরাদ্দের অর্র্থায়নে প্রধান অতিথি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে (রুই, কাতলা, মৃৃগেল) ৪৫৫ কেজি পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুন ব্যানার্জী, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিবার কল্যাণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্তা বাকী বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মণ্ডলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর সাংসদ বড়দল, খাজরা ও কাদাকাটি ইউনিয়নে পৃৃথক পৃথক আলোচনা সভা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version