ডেস্ক রিপোর্ট: সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে সাতক্ষীরার প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধিসহ প্রতিবন্ধীদের কল্যাণে সহযোগিতা চেয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি।
বুধবার (৮ আগস্ট) দুপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এই সহযোগিতা কামনা করেন। এসময় প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে সাতক্ষীরায় প্রতিবন্ধী স্কুল করায় এমপি রবিকে ধন্যবাদ জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। এসময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুলগুলোর জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/