আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর ইউনাইটেড একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ছাড়া অন্য কোন প্রার্থী অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লিয়াকত আলী, তাহমিদ হোসেন, অজিয়ার রহমান, রেহেনা পারভীন, শিক্ষক প্রতিনিধি আব্দুল রশিদ, খগেন্দ্র নাথ সরকার, লিপিকা মণ্ডল, প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/