পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার দক্ষিণ পারুলিয়ায় মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) সকাল ১০টায় জেলেপাড়া কমিউনিটি ক্লিনিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ পারুলিয়া জেলেপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সন্তোষ ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ অসিম ঘোষ, রবিন অজয় প্রমানিক, প্রণয় বাগ, মৌসিন আযম, নাসির, খাদিজা পারভীন, মিরা মণ্ডল, শরিফা পারভীন প্রমুখ।
5,705,404 total views, 4,240 views today