পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়ায় ২০১৭-২০১৮ অর্থ বছরের ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার আকরাম হোসেন, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউমেন জবক্রিয়েশন সেন্টারের মাস্টার ট্রেইনার নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়নের ৫৯৮ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।