পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত মহিলা আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ আগস্ট) রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচপাড়া গ্রামের এরশাদ সরদারের স্ত্রী জোহরা খাতুন এবং চাঁদকাটি গ্রামের নাজির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস গাজী (২৯)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সোমবার রাতে পাঁচপাড়া গ্রাম থেকে সিসি ২৩৪/১৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জোহরা খাতুন এবং চাঁদকাটি গ্রাম থেকে আব্দুল কুদ্দুস গাজীকে গ্রেফতার করা হয়। আব্দুল কুদ্দুস গাজী সোমবার ট্রাক-মাহিন্দ্রা সড়ক দুঘটনায় পালাতক ট্রাক চালক। পরে উভয়কে জেল হাজতে পাঠানো হয়েছে।
8,943,066 total views, 20,854 views today