পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতার আসামিসহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে থানা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নগরঘাটা গ্রামের মৃত আছীর উদ্দীনের ছেলে আব্দুল ওহাব, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, পাঁচপাড়া গ্রামের মোজাম সরদারের ছেলে সিরাজ সরদার, পাঁচপাড়া গ্রামের এরশাদ সরদারের স্ত্রী জোহরা খাতুন, দুধলির চর এলাকার মৃত সরোয়ার খানের ছেলে জিল্লুর রহমান মিলন (৩৮), নগরঘাটা গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে কামরুজ্জামান শেখ (৪৯), দক্ষীণ সারসা গ্রামের মইজ শেখের ছেলে মফিদুল ইসলাম (৪৮), আড়ংপাড়া গ্রামের অচিকার মোড়লের ছেলে আ. মালেক (৫৮) এবং গনেশপুর গ্রামের মৃত আজীম উদ্দীন সরদারের ছেলে রবিউল ইসলাম। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
9,173,000 total views, 70 views today