আগস্ট ১৬, ২০১৮
পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা তালায় টিআরএম প্রকল্পের গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি
![]() বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালায় টিআরএম প্রকল্পের গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তিনটি মামলা দায়ের করেছে। গত ১৪ আগস্ট রাতে দুদকের খুলনা’র উপ-পরিচালক মো. আবুল হোসেন বাদী হয়ে পৃথক পৃথক অভিযোগে ৩টি মামলা দায়ের করেন, যার নং যথাক্রমে: ০৫, ০৬ ও ০৭। মামলাগুলোর ধারা দেয়া হয়েছে ৪০৯/৪২০/১০৯ পিসি তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন এর ৫(২)। মামলায় যশোর পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, উপসহকারী প্রকৌশলী ওবায়েদুল হক মল্লিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল মোতালেব ও বাঁধ নির্মাণ কাজের ঠিকাদার মো. আলিম আল রাজীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও মো. গোলাম রেজা দুলুকে আসামি করা হয়েছে। 6,854,067 total views, 1,872 views today |
|
|
|