ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে ১২’শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সকালে পদ্মশাখরা সীমান্তের আশা সমিতির মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের ডা. মহিয়ুর ইসলামের ছেলে ছেলে মোহন (৩২), রঘুনাথপুর গ্রামের সঞ্জয় মোড়লের ছেলে ইসমাইল হোসেন দ্বীপ (৩৩) ও বৈচনা গ্রামের মাহমুদ আলী গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, পদ্মশাখরা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আশা সমিতির মোড় এলাকা থেকে তিন জনকে আটক পূর্বক দেহ তল্লাশি করে ১২’ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পদ্মশাখরা সীমান্তে ১২’শ পিস ইয়াবাসহ আটক ৩
https://www.facebook.com/dailysuprovatsatkhira/