ফিংড়ি প্রতিনিধি: নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক। বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে ব্যাংদহায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
ব্যাংদহা বাজার কমিটির কার্যালয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাজ্যেশ্বর দাশ, সম্ভুজিৎ মন্ডল, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু প্রমুখ। সভায় ডা. রুহুল হক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে বোঝাতে হবে। এই সরকারের আমলে বাংলার খেটে খাওয়া মানুষ ন্যায্য মূল্যে সার পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতায় সাতক্ষীরাতে মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ অসংখ্য উন্নয়ন হয়েছে। তাই সাতক্ষীরায় আরও উন্নয়ন চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।