Site icon suprovatsatkhira.com

নারী ও শিশু নির্যাতন কঠোরভাবে দমন করা হবে: ফারুক হোসেন রতন

এমএ মামুন, সখিপুর (দেবহাটা): দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেছেন, নারী ও শিশু বিষয়ক যে কোন মতামত, সমস্যা সমাধান ও পরামর্শ প্রদানের লক্ষ্যে সখিপুর ইউনিয়ন কাজ করে যাচ্ছে। প্রতি মাসের শেষ সপ্তাহে ইউনিয়নের সকল জনগণ তাদের মুক্ত মতামত ও পরামর্শ প্রদান করতে পারবেন। বক্সে জমা অভিযোগ দেখার সময় চেয়ারম্যান, সচিব, সকল ইউপি সদস্য ও ইউনিয়নের জনগণ উপস্থিত থাকবে। অভিযোগ দেখে জরুরী ভিত্তিতে সমাধান করা হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আসলে তা কঠোরভাবে দমন করা হবে।
বুধবার (২৯ আগস্ট) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে অভিযোগ বক্স খোলা ও অভিযোগ পর্যালোচনা অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের সামনে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ ম-ল, নির্মল কুমার ম-ল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আল মামুন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা ফ্যাসিলিটেটর আব্দুল মান্নান, ইউনিয়ন ইউথ ফ্যাসিলিটেটর মেহেদী হাসান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version